সর্বশেষ

Saturday, July 26, 2025

তাসনিয়া ফারিণের নামে ভাইরাল ছবি মিথ্যা: রিউমর স্ক্যানারের অনুসন্ধান

তাসনিয়া ফারিণের নামে ভাইরাল ছবি মিথ্যা: রিউমর স্ক্যানারের অনুসন্ধান

 জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের ছবি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি সম্পাদিত বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং সাইট রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা গেছে, এই ছবিগুলো তাসনিয়া ফারিণের নয়; বরং ভারতীয় মডেল গারিমা চৌরাশিয়ার ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে তাসনিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ছবিগুলো ‘gima_ashi’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৬ মে প্রকাশিত কিছু ছবির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ছবিগুলোতে নারীর মুখমণ্ডল ছাড়া অন্যান্য উপাদানে মিল পাওয়া গেছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, গারিমা চৌরাশিয়া একজন জনপ্রিয় ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল, এবং মূল ছবিগুলো তারই।

অনুসন্ধানে দেখা গেছে, এআই প্রযুক্তির মাধ্যমে গারিমার ছবিতে তাসনিয়া ফারিণের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছে, যার ফলে সম্পাদিত ছবিগুলো তৈরি হয়েছে। রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে যে, তাসনিয়া ফারিণের ছবি দাবিতে প্রচারিত এই ছবিগুলো সম্পূর্ণ সম্পাদিত এবং মিথ্যা।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর একটি উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে রিউমর স্ক্যানার।

ভারতে অশ্লীল কনটেন্টের অভিযোগে ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ: কঙ্গনার সমর্থন

ভারতে অশ্লীল কনটেন্টের অভিযোগে ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ: কঙ্গনার সমর্থন

 অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি ২৪টি ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে। দর্শকদের মনে নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং এটিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “সমাজ যেন অবক্ষয়ের দিকে না যায়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই নিষেধাজ্ঞা আমাদের সংস্কৃতি ও তরুণ প্রজন্মের মানসিকতা রক্ষার জন্য জারি করা হয়েছে।”

কঙ্গনা আরও বলেন, “আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় এ ধরনের উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাই। অবৈধ ও অশ্লীল কনটেন্ট ছড়ানো এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়।”

উল্লেখ্য, কিছু ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে ‘সফট পর্ন’ জাতীয় কনটেন্ট এবং অশালীন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল, যা একাধিকবার সমালোচনার মুখে পড়েছিল। এবার সরকারের সরাসরি হস্তক্ষেপে এই প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞা ভারতের ডিজিটাল কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয় এবং সমাজে নৈতিক মূল্যবোধ বজায় রাখার প্রচেষ্টাকে আরও জোরদার করেছে।

পাকিস্তানের ঘোটকিতে টিকটকার সুমিরা রাজপুতের রহস্যজনক মৃত্যু: বিষ প্রয়োগের অভিযোগ

পাকিস্তানের ঘোটকিতে টিকটকার সুমিরা রাজপুতের রহস্যজনক মৃত্যু: বিষ প্রয়োগের অভিযোগ

 পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় টিকটকার সুমিরা রাজপুতের মরদেহ তার নিজ বাসভবনে পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে।

জেলা পুলিশ কর্মকর্তা আনোয়ার শেখ জানান, সুমিরা রাজপুতের ১৫ বছর বয়সি মেয়ে দাবি করেছে যে তার মাকে জোরপূর্বক বিয়ে করার জন্য চাপ দেওয়া ব্যক্তিরা তাকে বিষ প্রয়োগ করেছে। রাজপুতের মেয়ে আরও অভিযোগ করেছে যে সন্দেহভাজনরা তার মাকে জোর করে বিষাক্ত ট্যাবলেট খাইয়েছে, যার ফলে তার মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মরদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. সর্বানন্দ জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় শারীরিক সহিংসতার কোনও চিহ্ন পাওয়া যায়নি। তবে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সন্দেহের ভিত্তিতে দুই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে এবং তদন্ত চলছে। তবে, এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করা হয়নি। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের উদ্দেশ্য এখনও অস্পষ্ট এবং তারা এই ঘটনায় কোনও ষড়যন্ত্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে।

এই ঘটনা পাকিস্তানে নারী কন্টেন্ট নির্মাতাদের উপর ক্রমবর্ধমান হুমকির প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। গত মাসে ইসলামাবাদের সেক্টর জি-১৩/১ এলাকায় ১৭ বছর বয়সি আরেক টিকটকার সানা ইউসুফকে তার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছিল। এ ধরনের ঘটনা নারী টিকটকারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

ফাহাদ ফাসিলের অভিনয় ছাড়ার ঘোষণা: স্পেনে ক্যাবচালক হতে চান পুষ্পার ভানওয়ার

ফাহাদ ফাসিলের অভিনয় ছাড়ার ঘোষণা: স্পেনে ক্যাবচালক হতে চান পুষ্পার ভানওয়ার

 দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল, যিনি ‘পুষ্পা: দ্য রাইজ’-এ ভানওয়ার সিং শেখাওয়াত চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন, হঠাতই অভিনয় জগত ছেড়ে সাধারণ ক্যাবচালক হওয়ার ঘোষণা দিয়েছেন। অল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার পাশাপাশি তার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেললেও, ফাহাদ জানিয়েছেন, গ্ল্যামারের জগত ছেড়ে তিনি এখন সাধারণ জীবনের স্বপ্ন দেখছেন। এই সিদ্ধান্তে তার অনুরাগী মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ফাহাদ অভিনয় ছেড়ে দেশে থাকবেন না। তিনি স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হিসেবে বাকি জীবন কাটাতে চান। এ বিষয়ে ফাহাদ বলেন, “এটা শুধু গাড়ি চালানো নয়, এটা নিজের পছন্দের জীবন বেছে নেওয়া। একজন মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারার অনুভূতি আমার কাছে অনেক বড়। আমি আমার স্ত্রীকে এই পরিকল্পনার কথা জানিয়েছি, তিনি এতে খুব খুশি। আমি এভাবেই সুখী থাকতে চাই।”

ফাহাদের এই সিদ্ধান্ত অনেকাংশে ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ চলচ্চিত্রের ভাবনার সঙ্গে মিলে যায়, যেখানে একজন ক্যাবচালক বিভিন্ন মানুষের জীবন ও গল্পের সাক্ষী হন। ভক্তরা মনে করছেন, ফাহাদ হয়তো জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ করতেই এমন একটি পথ বেছে নিতে চলেছেন।

এই অভিনেতার এমন অপ্রত্যাশিত সিদ্ধান্ত তার ভক্তদের মধ্যে বিস্ময় ও কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ক্যারিয়ারের শিখরে থেকেও কেন এমন সিদ্ধান্ত নিলেন ফাহাদ? তবে তার এই সিদ্ধান্ত তার স্বাধীন মনোভাব এবং জীবনের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গিরই প্রকাশ বলে মনে করছেন অনেকে।

উত্তরার দিয়াবাড়ি হাটে প্রতারণার শিকার রইস উদ্দিনকে ওমরাহ পাঠালেন অপু বিশ্বাস

উত্তরার দিয়াবাড়ি হাটে প্রতারণার শিকার রইস উদ্দিনকে ওমরাহ পাঠালেন অপু বিশ্বাস

 রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে জাল টাকার প্রতারণার শিকার নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিনকে পবিত্র ওমরাহ পালনে সহায়তা করেছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ওমরাহর উদ্দেশে সৌদি আরবের পথে রওনা দেন।

শামসুল হক ফাউন্ডেশন তাদের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। ফাউন্ডেশন জানায়, “এই মানবিক উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি আমাদের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান। ফাউন্ডেশনের উদ্যোগে ও অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় ২৫ জুলাই ভোর ৬টায় রইস উদ্দিন ওমরাহর উদ্দেশে রওনা দেন।”

গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা রইস উদ্দিন উত্তরার দিয়াবাড়ি হাটে তার লালিত গরু বিক্রি করতে এসেছিলেন। কিন্তু এক ক্রেতার কাছ থেকে পাওয়া এক লাখ ২৩ হাজার টাকার মধ্যে এক লাখ ২১ হাজার টাকাই জাল নোট হিসেবে প্রমাণিত হয়। এই প্রতারণার ঘটনায় হতাশায় কেঁদে ওঠেন রইস উদ্দিন, এবং তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ঘটনা গোটা দেশের মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে রইস উদ্দিনের দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা মহল থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। এরই মধ্যে অপু বিশ্বাস তার মানবিক উদ্যোগের অংশ হিসেবে রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। এই উদ্যোগে শামসুল হক ফাউন্ডেশনের সহযোগিতায় রইস উদ্দিনের ওমরাহ পালনের স্বপ্ন পূরণ হয়।

এই মানবিক কাজের জন্য অপু বিশ্বাস এবং শামসুল হক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। এই ঘটনা সমাজে সহানুভূতি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

মৌ শিখার ক্ষোভ: কাজ কমে যাওয়ায় অভিনেত্রী হিসেবে লজ্জিত

মৌ শিখার ক্ষোভ: কাজ কমে যাওয়ায় অভিনেত্রী হিসেবে লজ্জিত

 ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা সম্প্রতি তার ফেসবুক পোস্টে কাজের সুযোগ কমে যাওয়া নিয়ে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। গত আড়াই মাসে তার কাজের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা তাকে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রশ্নবিদ্ধ করতে বাধ্য করেছে। তিনি লিখেছেন, “নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা করছে।”

মৌ শিখা তার পোস্টে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি অভিনয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি বলেন, “অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম; কিন্তু আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবত মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কীভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে।”

২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একই পারিশ্রমিকে কাজ করে আসা এই শিল্পী জানান, তার সম্মানী এখনো মাত্র পাঁচ হাজার টাকা। তিনি প্রশ্ন তুলেছেন, “এটাও কি খুব বেশি?” তিনি আরও বলেন, “হঠাত কেন কাজ কমে গেল! কেন আমাকে পরিচালকেরা ডাকছেন না, মনে করছেন না কেন। তাদের গল্পের চরিত্রের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব। আমি তো আমার সম্মানী বাড়াইনি।”

মৌ শিখা তার পোস্টে সহকর্মীদের প্রতি সাহায্যের আহ্বান জানিয়ে বলেছেন, “আমার সহকর্মী যারা আছেন, তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। এক শিল্পীর জন্য হঠাত করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন।” তিনি এও উল্লেখ করেছেন যে বেঁচে থাকতে তার কাজের মূল্যায়ন দেখতে চান, মৃত্যুর পরে আফসোস বা স্মরণে তার কোনো লাভ নেই। তিনি লিখেছেন, “আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোনো দরকার নেই।”

বিনোদন জগতে দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করে আসা মৌ শিখার এই আকুতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার ভক্ত ও সহকর্মীরা তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। এই পরিস্থিতি শিল্পীদের জন্য নিয়মিত কাজের সুযোগ ও ন্যায্য পারিশ্রমিকের গুরুত্ব নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে।

Friday, July 25, 2025

যুক্তরাষ্ট্রে ছেলের সঙ্গে সময় কাটাতে উচ্ছ্বসিত শাকিব খান, যোগ দিলেন বুবলী ও শেহজাদ

যুক্তরাষ্ট্রে ছেলের সঙ্গে সময় কাটাতে উচ্ছ্বসিত শাকিব খান, যোগ দিলেন বুবলী ও শেহজাদ

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। ছবির প্রচার, নতুন চলচ্চিত্র প্রকল্পের প্রস্তুতি এবং ব্যক্তিগত কিছু প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান

সম্প্রতি একাধিক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর গত ১৩ জুলাই তিনি ঢাকা ত্যাগ করেন। এরপর প্রায় দুই সপ্তাহ পর, তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, গত বৃহস্পতিবার তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই সফরে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী। পাশাপাশি, ছেলের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে আনন্দিত শাকিব খান। এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “শেহজাদের মা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না, এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।”

তিনি আরও বলেন, “শেহজাদকেও সেভাবেই সময় দিব, যেমনটা এর আগে এখানে আব্রামকেও সময় দিয়েছিলাম। সবার কাছে আমি হয়তো প্রিয় তারকা, কিন্তু আব্রাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা। ওদের দুজনের প্রতিই আমার সমান ভালোবাসা।”

এর আগেও যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রথম সন্তান আব্রাম খান জয়কে নিয়ে সময় কাটানোর কথা জানিয়েছিলেন শাকিব। এবার তিনি একইভাবে শেহজাদকেও সময় দিতে চান বলে জানান।

প্রসঙ্গত, শাকিব খানের প্রথম সন্তান আব্রাম খান জয় অপু বিশ্বাসের সঙ্গে তার বৈবাহিক জীবনের ফল। ২০১৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করে আব্রাম। আর শবনম বুবলীর সঙ্গে দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর জন্ম নেয় ২০২০ সালে যুক্তরাষ্ট্রে।

পেশাগত ব্যস্ততার মাঝেও সন্তানের সঙ্গে সময় কাটানো এই সুপারস্টারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন তিনি। তার কথায়,
“পরিবারের মানুষদের ভালোবাসা আর মুহূর্তগুলোই তো জীবনের আসল সম্পদ।”